ক্যাটাগরি

ট্রাকের ধাক্কায় ঝরল দম্পতির প্রাণ

বুধবার
বিকাল পাঁচটার দিকে কোতয়ালী থানার ইস্পাহানী মোড়ের পিটস্টপ রেষ্টুরেন্টের সামনে
কংক্রিট মিক্সার ট্রাকের ধাক্কায় দুইজন মারা যান।

নিহতরা
হলেন- ইকবাল উদ্দিন চৌধুরী (৪৭) ও তার স্ত্রী সখিনা ফাতেমী (৩৫)। নগরীর পাথরঘাটা
এলাকার গুর্খা ডাক্তার লেইনে তাদের বাসা।   

কোতয়ালী
থানার এসআই আরাফাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাক্তার দেখিয়ে ফেরার
পথে পিটস্টপ রেষ্টুরেন্টের সামনে ঠিকাদার কোম্পানি ম্যাক্সের একটি ট্রাক মোটর
সাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

“স্বজনরা বলেছেন, দুইজনই ডাক্তার দেখিয়ে বাসায়
ফিরছিলেন।”

ট্রাকটি
জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।