ক্যাটাগরি

প্রতিবন্ধী ভাতা ন্যূনতম দুই হাজার টাকা করার দাবি

বুধবার দুপুরে নগরীর চেরাগী পাহাড় মোড়ে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের (ডিপিও)
উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংহতি জানিয়ে নারীনেত্রী জেসমিন সুলতানা পারু বলেন, “যে অল্প টাকা
প্রতিবন্ধীদের ভাতা হিসেবে দেওয়া হয় তাতে আজকের দিনে কিছুই হয় না। আমরা দাবি জানাই,
ভাতা অবশ্যই ২ হাজার টাকা করা হোক। সম্ভব হলে আরও বেশি করা হোক।

“দেশে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলছে। দেশ উন্নয়নের মহাসড়কে
উঠে গেছে বলে বলা হয়। সেই অগ্রযাত্রা ধরে রাখতে হলে প্রতিবন্ধীদের পিছনে ফেলে রাখা
যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান, আপনি সদয় হয়ে ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা
বাড়িয়ে দিন।”

মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশনের (মা) চেয়ারম্যান শরীফ চৌহান বলেন,
এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে।
বর্তমান দ্রব্যমূল্য এবং দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলে ৭৫০ টাকা ভাতায়
কিছুই হয় না। তাদের ওষুধের খরচও হয় না।

তাদের দাবির মধ্যে আছে, ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তিদের
ভাতা ন্যূনতম ২ হাজার টাকা করা, বাজেটে শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি
ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা নিশ্চিত করা, অবিলম্বে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রতিবন্ধী
ব্যক্তিদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন করা।

সরকারি-বেসরকারি সব সেবার তথ্যভাণ্ডারে প্রতিবন্ধিতা বিভাজিত তথ্য রাখা,
অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন এবং প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল
বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

কৃষ্টির সাধারণ সম্পাদক তাসনিন সুলতানার সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন সংগঠন
অংশ নেয়।