গত
সোমবার এ পুরস্কার ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ। আগামী বছরের
শুরুতে দুবাইয়ে অনুষ্ঠান করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
ফিনটেক,
ব্যাংকিং, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উদ্ভাবন এবং কৃতিত্বের জন্য প্রতি বছর
এ পুরস্কার দেয় ম্যাগাজিনটি।
এ
বছর এয়ারলাইন্স, আর্থিক, ফিনটেক, পরামর্শক, শিক্ষা, শিক্ষাপ্রযুক্তি, শেয়ারবাজার, ইন্স্যুরেন্স,
বিনিয়োগ, ও প্রযুক্তিসহ মোট ১১টি খাতে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার ঘোষণা করে ম্যাগাজিনটি।
নগদ
জানায়, এবার সিঙ্গাপুরের রোবোক্যাশ গ্রুপের সের্গেই সেদভ অর্জন করেছেন ফাইন্যান্সিয়াল
টেকনোলজি লিড্যার অব দ্য ইয়ার, চীনের অ্যান্ট গ্রুপের সায়মন হু অর্জন করেছেন বেস্ট
ফাইন্যান্সিয়াল টেকনোলজি লিডার অ্যাওয়ার্ড, বেস্ট ফাইন্যান্স লিডার হিসেবে অ্যাওয়ার্ড
পেয়েছেন এমিরেটস এনবিডি’র সায়ান নেলসন এবং ভারতের পেটিএম’র বিজয় শেখর শর্মা অর্জন করেছেন
বেস্ট ফিনটেক লিডার অ্যাওয়ার্ড।
নগদ
এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “আমি পুরস্কারের আশায় কাজ
করি না। তবুও পুরস্কার কাজের স্বীকৃতি। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানকে সেরা
উদ্ভাবনী ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে পুরস্কৃত করেছে, এটায় আমি আনন্দিত।
“এ
অর্জন মূলত আমার নিবেদিত প্রাণ সহকর্মীদের, যাদের হাত ধরে আরও বেড়ে উঠব আমরা। “