ক্যাটাগরি

গাড়িতে কালো কাচ, জরিমানা গুনলেন আল্লু অর্জুন

টাইমস অফ ইন্ডিয়া
বুধবার জানিয়েছে, হায়দরাবাদ পুলিশ এ অভিনেতাকে জরিমানা করেছে। কারণ তার গাড়িতে কালো
কাচ লাগানো ছিল।

ভারতের সুপ্রিম কোর্ট
২০১২ সালে যে কোনো গাড়িতে কালো কাচ অথবা অন্যান্য
বিকল্প যেমন সান ফিল্মের ব্যবহারে
নিষেধাজ্ঞা জারি করে।

সে কারণেই হায়দরাবাদের
ব্যস্ত রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয় দক্ষিণ ভারতের এই সুপারস্টারের গাড়ি। ৭০০ রুপি
জরিমানা দিয়েই ছাড়া পেতে হয়েছে তাকে।

আল্লু অর্জুন এখন
ভারতের দক্ষিণী অভিনেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তার ‘পুষ্পা: দ্য রাইজ’ সারাবিশ্বে ভালো ব্যবসা করেছে।