ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী হত্যায় প্রেমিকার স্বামী: পুলিশ

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, এ ঘটনায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার একটি এলাকা থেকে সুমনের প্রেমিকার স্বামী শরীফ মিয়াকে গ্রেপ্তার করেন তারা।

২২ বছর বয়সী শরীফ ওই উপজেলার বাঘাউড়া গ্রামের মারফত আলীর ছেলে।

এর আগে সোমবার ভোরে বাঘাউড়া গ্রামে ভাড়া বাড়ি থেকে হাঁটতে বেরিয়ে খুন হন ফার্নিচার ব্যবসায়ী সুমন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে সুমন বাঘাউড়া গ্রামে একটি ফার্নিচারের দোকান চালাতেন।

ঘটনার বর্ণনায় অতিরিক্ত পুলিশ সুপার জানান, শরীফের চুরির স্বভাবের কারণে তার স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যান। পরে স্ত্রীকে একাধিকবার ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

এর মধ্যে শরীফ ফার্নিচার ব্যবসায়ী সুমনের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানতে পারেন। এরপরই সুমনকে হত্যার পরিকল্পনা করেন শরীফ।

পুলিশের এ কর্মকর্তা বলেন, “সুমনের বুকে ছিত্র দেখে আমরা প্রথমে ভেবেছিলাম তাকে গুলি করে মারা হয়েছে। পরে ময়নানদন্তে জানা গেছে, সুমনের বুকে টেঁটা দিয়ে আঘাত করার কারণে তার মৃত্যু হয়েছে।”

এদিকে স্ত্রীর সঙ্গে ‘পরকীয়ার কারণে’ সুমনকে হত্যার পরিকল্পনা এবং তা একাই তা বাস্তবায়ন করার কথা শরীফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার শরীফকে আদালতে হাজির করার কথা রয়েছে বলে জানায় পুলিশ।