গুগল নতুন ফিচারটির
ঘোষণা দিয়েছে মঙ্গলবার। ঘোষণায় প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি বলেছে, “নতুন ইমোজি
রিঅ্যাকশন ফিচার ডকুমেন্টের কনটেন্ট নিয়ে প্রতিক্রিয়া জানাতে তুলনামূলক অনানুষ্ঠানিক
বিকল্প প্রক্রিয়া ব্যবহারের সুযোগ দেবে।”
নতুন ফিচারটি
ব্যবহার করতে অনুসরণ করতে হবে নিচের পদক্ষেপগুলো:
১. প্রথমে নিজের কম্পিউটারে
একটি গুগল ডক ফাইল খুলতে হবে।
২. যে লাইনটিতে রিঅ্যাক্ট
করতে চান সেটি সিলেক্ট করে তার স্ক্রিনের ডান পাশে থাকা ‘অ্যাড ইমোজি রিঅ্যাকশন’-এ
ক্লিক করতে হবে অথবা ‘ইনসার্ট’ ট্যাবে গিয়ে ‘ইমোজি রিঅ্যাকশন’-এ ক্লিক করতে হবে।
৩. এরপর পছন্দ মতো
ইমোজি বেছে নিয়েই অন্যদের জানান দেওয়া যাবে গুগল ডকের কনটেন্ট নিয়ে নিজের অনুভূতি।
ফিচারটি আগামী সপ্তাহগুলোতে
ক্রমান্বয়ে সকল ব্যবহারকারীর জন্য চালু হবে বলে জানিয়েছে গুগল। প্রচলনের শুরুর দিনগুলোতে
ফিচারটি ব্যবহার করতে না পারলেও চিন্তা নেই; সকল ব্যবহারকারী ফিচারটি ব্যবহারের সুযোগ
পাবেন বলে নিশ্চিত করেছে গুগল।