ক্যাটাগরি

খিলগাঁওয়ে ‘চাঁদাবাজিকালে’ গ্রেপ্তার ১০

বুধবার গ্রেপ্তার এই ব্যক্তিরা হলেন-
আবু নাছের খালিদ (৪২), কামরুল হোসেন (২১), কারিয়া ইসলাম রুবেল (৩২), সিদ্দিক (৪৬) রেজাউল
করিম পাভেল (৩৫), জিয়াউল ইসলাম (৩৮), মোকবুল হোসেন বাবু (৩৩), বাবুল (৫২), খোকন (৪৩)
ও জাকির হোসেন (৪০)।

‌র‌্যাব-৩-এ কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার
বীণা রানী দাস জানান, এ চক্রের অন্যতম হোতা আবু নাছের খালিদ। গ্রেপ্তার ব্যক্তিদের
কাছ থেকে চাঁদাবাজির ৮৫ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।

“চক্রটি খিলগাঁও এলাকায় দীর্ঘদিন যাবৎ সবজির দোকান
এবং ফুটপাতের অস্থায়ী দোকান থেকে ভয়ভীতি প্রদর্শনের করে চাঁদা আদায় করে আসছে। তাদের
অত্যাচারে সাধারণ ফুটপাতের অস্থায়ী দোকানদারদের জীবন অতিষ্ঠ।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের
ভিত্তিতে র‌্যাব কর্মকর্তা বীণা বলেন, “তারা তাদের কৃতকর্মের বিষয়টি
স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ রাজধানীর খিলগাঁও এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা
আদায় করে আসছে বলে জানায়।

“তারা খিলগাঁও, বনশ্রী ও মেরাদিয়া কাজী বাড়ি, ৫, ৬
ও ৭ নম্বর রোডে নিয়মিত চাঁদাবাজি এবং কবুতর পট্টিসহ কাঁচা বাজারে প্রতি বুধবার সকাল
হতে বিকাল পর্যন্ত দোকানদারদের কাছ থেকে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা
আদায় করত।”

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া
হয়েছে বলে জানান বীণা রানী দাস।