ক্যাটাগরি

পাটুরিয়া ঘাটে ছুটির দিনে গাড়ির চাপ

শিবালয় থানা ওসি মো. শাহিন জানান, সকাল থেকে গাড়ির চাপ অনেক বেশি ছিল। বেলা ১২টার পর থেকে চাপ কিছুটা কমেছে।

এর আগে বেলা ১২টার দিকে শিবালয়ের উথুলি সংযোগ মোড়ে শতাধিক, পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকামুখী তিন কিলোমিটার সড়কে আড়াই শতাধিক ও দুই ট্রাক টার্মিনালে শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় ছিল।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, সাপ্তাহিক ছুটি থাকায় পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ কিছুটা রয়েছে। জট কাটতে ছোট-বড় ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়েছে।

আটকে থাকা গাড়ির মধ্যে পণ্যবাহী ট্রাকই বেশি। তবে যাত্রীদের গাড়ি অগ্রাধিকারের ভিত্তিতে আগে পার করা হচ্ছে বলেও তিনি জানান।