খবর পেয়ে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ার সমুদ্র উপকূলে স্থানীয় প্রশাসন
অভিযান
চালিয়ে
এস্কাভেটর জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদিন ধরে উপকূলের মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে এ
অভিযান
চালানো হয়।
উপকূলের প্রায় এক একর অংশ থেকে কিছু দূর পরপর মাটি
কেটে নিয়ে যাওয়ায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। যেখান থেকে মাটি তোলা হয়েছে তা বাঁধের কাছাকাছি। এতে বাঁধও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে
বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে একটি এস্কাভেটর জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে মাটি কাটার
সঙ্গে যুক্ত কাউকে পাওয়া যায়নি।
জব্দ করা এস্কাভেটরটি কাথারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (কাউন্সিলর) আফসার আহমেদের বলে
তথ্য পাওয়ার পর তাকে তলব করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে
বলে জানিয়েছেন উমর ফারুক।
মাটি কাটার কাজ কারা করেছে তা জানতে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান চেষ্টা করছে। পরিবেশ অধিদপ্তরও বিষয়টি তদন্ত করছে।
বাঁশখালীর সাধনপুর ইউনিয়নেও কিছু জায়গায় পাহাড় ও কৃষি জমির মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ
পেয়েছে উপজেলা প্রশাসনও।
বাঁশখারী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী জানান, এসব
অভিযোগের পর অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কয়েকটি অভিযান পরিচালনা করে অর্থদণ্ডসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করা
হয়েছে।
শুক্রবারের অভিযানে পুলিশের একটি দল সহায়তা করে।