ক্যাটাগরি

নর্থ সাউথের ছাত্রী নিহত: কভার্ড ভ্যান চালক ও সহকারীর ‘স্বীকারোক্তি’

পুলিশ হেফাজতে চার
দিনের জিজ্ঞাসাবাদ শেষে দুই আসামিকে শুক্রবার ঢাকার মুখ্য
মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার উপ পরিদর্শক
রিপন কুমার।

পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মো. জাফর হোসেন জানান, আসামিরা ১৬৪ ধারায়
স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন
তদন্ত কর্মকর্তা।

“পরে ঢাকার মহানগর
হাকিম মোশাররফ হোসেন তার খাস কামরায় তাদের (আসামি) জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের
কারাগারে পাঠানো হয়।“

এর আগে গত ৩ এপ্রিল
এ দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ১ এপ্রিল রাতে কভার্ড
ভ্যানের চালক সাইফুল ও তার সহকারী মশিউরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে খিলক্ষেত থানা
পুলিশ। এ সময় কভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

ওই দিন সকালে শুক্রবার
ক্যাম্পাসে এক অনুষ্ঠানে যোগ দিতে স্কুটি নিয়ে উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন নর্থ
সাউথের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মিম (২২)। সকাল সাড়ে ৭টার দিকে কুড়িল
ফ্লাইওভাবে গাড়িচাপায় নিহত হন তিনি।

পুলিশ জানায়, চাপা
দেওয়া সেই গাড়িটি ছিল একটি কভার্ড ভ্যান, যেটি চালাচ্ছিলেন সাইফুল। 

এ ঘটনার পরদিন শনিবার সন্ধ্যায় খিলক্ষেত থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন মিমের বাবা নূর মোহাম্মদ মামুন।