প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোলা প্রস্তাবে শনিবার ভোটাভুটি হচ্ছে। তার আগের দিন শুক্রবার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদে জমা দেওয়া হয় বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে খবর এসেছে।
ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব গত ৩ এপ্রিল ডেপুটি স্পিকার কাসিম সুরিই বাতিল করেছিলেন, যা সুপ্রিম কোর্টের রায়ে অবৈধ ঘোষণা করেছে।
জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের মুসলিম লিগ (নওয়াজ) নেতা মুরতজা জাবেদ আব্বাসী এই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।
এই প্রস্তাবে সংবিধান লঙ্ঘনের কারণে কাসিম সুরির অপসারণ চাওয়া হয়েছে।
বিরোধী জোটগুলোর অভিযোগ, কাসিম সুরি সংবিধান লঙ্ঘনের ঘটনা একের পর এক ঘটিয়ে চলছেন। ডেপুটি স্পিকার হিসেবে তিনি নিরপেক্ষভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
বেলুচিস্তান থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য কাসিম সুরি পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা। তিনি দলটির প্রধান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এর আগে গত সপ্তাহে পাকিস্তান পার্লামেন্ট বা জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধেও গত সপ্তাহে অনাস্তা প্রস্তাব এনেছিল বিরোধী জোটগুলো।
সেই প্রেক্ষাপটে গত ৩ এপ্রিল জাতীয় পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করছিলেন কাসিম সুরি। তিনি প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে দিলে তা সাংবিধানিক সঙ্কট তৈরি করে পাকিস্তানে।
বিষয়টিতে তখন সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করে। আদালত ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির জন্য শনিবার দিন ঠিক করে দেয়।
রায় মানছেন ইমরান খান, মানবেন না ‘আমদানি করা’ সরকার
পাকিস্তানের পার্লামেন্ট পুনরুজ্জীবিত করার রায়, আস্থা ভোটে খেলতেই হবে ইমরানকে