আদালতের নির্দেশনা অনুয়ায়ী শনিবার সকাল ঠিক সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়েছিল, জানিয়েছে ডন।
স্পিকার আসাদ কাইসারের সভাপতিত্বে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অধিবেশনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটি আলোচ্যসূচির ৪ নম্বরে রয়েছে।
কোরআন তেলওয়াতের পর জাতীয় সংগীত ও এরপর পার্লামেন্ট সদস্য শাজিয়া সোবিয়ার মায়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়।
অধিবেশনে বিরোধীদলের সব সদস্য উপস্থিত থাকলেও মুলতবি হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী ইমরান খানসহ সরকারি দলের সামনের সারির অল্প কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
অধিবেশন শুরু হওয়ার পর ফ্লোর নিয়ে পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ বৃহস্পতিবারকে পাকিস্তানের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেন।
ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব গত ৩ এপ্রিল ডেপুটি স্পিকার কাসিম সুরিই বাতিল করেছিলেন, যা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে অবৈধ ঘোষিত হয়েছে।
সুপ্রিম কোর্টের ওই রায়ে পাকিস্তানের ভবিষ্যৎ ‘উজ্জ্বল’ হয়েছে বলে দাবি করেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলীয় নেতা শাহবাজ।
স্পিকার কাইসারকে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কার্যধারা শুরু করার আহ্বান জানান তিনি। এ দিন পার্লামেন্টে ইতিহাস রচিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি বলেন, “আজ পার্লামেন্ট সংবিধানিক পদ্ধতিতে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে পরাজিত করতে যাচ্ছে।”
(বিস্তারিত আসছে)