শুক্রবার রাতে
এক নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা
করেন বলে কালিয়াকৈর থানার ওসি মো. আকবর আলী খান জানান।
মামলার প্রধান
আসামি এস এম জোবায়ের হিমেল উপজেলার মৌচাক এলাকার বাসিন্দা।
চার বছর আগে হিমেল
উপজেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন বলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল
আলম রবিন জানান।
মামলার বরাতে
ওসি বলেন, মামলার বাদী ও হিমেল একই এলাকায় থাকেন। হিমেল ওই তরুণীর মোবাইল ফোন নম্বরটি
সংগ্রহ করে ভাইবার অ্যাপসের মাধ্যমে দীর্ঘ সময় কথা বলতেন। তিন বছর ধরে দুজনের মধ্যে
প্রেমের সম্পর্ক তৈরি হয়।
মামলার অভিযোগে
বলা হয়, “বিভিন্ন সময় সহযোগীদের মাধ্যমে ডেকে বিয়ের কথা বলে ভিকটিমের সঙ্গে শারীরিক
সম্পর্ক গড়ে তুলেন হিমেল। তাছাড়া প্রতারণা করে তরুণীর কাছ থেকে এক লাখ ১৫ হাজার টাকা
মূল্যের একটি মোবাইল ফোন হাতিয়ে নেন। গত ৪ জানুয়ারি বিয়ের কথা বলে কয়েকজন সঙ্গীর সহায়তায়
তার বাসায় ডেকে নিয়ে শারীরিক সম্পর্কে জড়ান।”
এরপর ৩ এপ্রিল
মোবাইল ফোনে বিয়ের কথা বললে হিমেল সম্পর্ক অস্বীকার করে গালিগালাজ, হত্যা ও ধর্ষণের
হুমকি দেন বলে তরুণীর অভিযোগ।
মামলার পর তরুণীকে
পুলিশ হেফাজতে রেখে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এ বিষয়ে হিমেলের
সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।