নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ এবং বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘‘বৈঠকে কী নিয়ে আলোচনা হবে (এজেন্ডা) আমরা সে বিষয়ে কিছু জানি না। আমাদের শুধু বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।”
ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ঘিরে গত কয়েকদিন ধরে দেশটির রাজনীতিতে নানা নাটকীয়তা দেখা যাচ্ছে।
শনিবার ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোট হওয়ার কথা রয়েছে।
যদিও শুক্রবার ইমরান খানের দলের সদস্যরা ইঙ্গিত দিয়েছিলেন, তারা অনাস্থা প্রস্তাবের উপর ভোট গ্রহণ যতটা সম্ভব দেরি করিয়ে দেয়ার চেষ্টা করবেন।
যেভাবে গত রোববার ইমরানের উপর আনা অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ বর্ণনা করে ভোট বাতিল করে দিয়েছিলেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি। পরে ইমরানের আহ্বানে দেশটির প্রেসিডেন্ট বর্তমান আইন সভা ভেঙ্গে দিয়েছিলেন।
কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট সুরির ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে আইন সভা পুনরুজ্জীবিত করার রায় দেয় এবং অনাস্থা প্রস্তাবে ভোট গ্রহণের জন্য শনিবার দিন ধার্য করে দেয়।
প্রধানমন্ত্রী ইমরানের ভাগ্য নির্ধারণী অধিবেশন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছিল। তখন বিরোধীদলের সব সদস্য উপস্থিত থাকলেও ইমরান খানসহ সরকারি দলের সামনের সারির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন না।
পরে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করা হলেও নির্ধারিত ওই সময়ের দুই ঘণ্টা পর ফের অধিবেশন শুরু হয়।
ইফতার এবং মাগরিবের নামাজের জন্য অধিবেশন পুনরায় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
ইমরানের বিরুদ্ধে অনাস্থা: অধিবেশন মুলতুবি
অনাস্থা মোকাবেলার প্রস্তুতি ইমরানের দলের
ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে যে কৌশল নেবে বিরোধীদলগুলো
পাকিস্তানে ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব
রায় মানছেন ইমরান খান, মানবেন না ‘আমদানি করা’ সরকার
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহবাজ শরিফ, কে তিনি
পাকিস্তানের পার্লামেন্ট পুনরুজ্জীবিত করার রায়, আস্থা ভোটে খেলতেই হবে ইমরানকে