গ্রেপ্তাররা হলেন- হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনালের মালিক রইস উদ্দিন রবি (৪৩), ব্যবস্থাপক মোহাম্মাদ আলম ওরফে রনি (৪০), হানিফ মোল্লা (৩৬), হৃদয় খান (২৭), শাহিদা বেগম (৪৫) ও রিমিয়ারা খাতুন (৩০)।
তাদের কাছ থেকে ১১ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ডিএনসির ঢাকা মহানগর উত্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, “আবাসিক হোটেল ব্যবসার আড়ালে রইস উদ্দিন মূলত মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
“হোটেলে ইয়াবার চালান আসত ,এই হোটেলে বসেই হাতবদল হত ইয়াবা। হোটেলে আসা বোর্ডারদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করা হতো।”
তিনি জানান, শুক্রবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার কাছে হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনালে প্রথমে অভিযান চালিয়ে রইস এবং রনিকে গ্রেপ্তার করা হয়।
দু’জনের কাছে ১৫০টি ইয়াবা পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, “তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ-২ এর একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হানিফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।”
তার কাছে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায় বলে জানান ডিএনসি কর্মকর্তা মেহেদী হাসান।
পরে ওই তিনজনের দেওয়া তথ্য অনুযায়ী কাফরুল এবং ভাটারা এলাকা থেকে হৃদয়, শাহিদা এবং রিমিয়ারাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছেও ইয়াবা পাওয়া যায়।