জেলার
সিভিল সার্জন মশিউর জানান, শনিবার সকালে দায়িত্ব পালনকালে একে একে ৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত
হন। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনকে ঢাকায়
নিতে বলা হয়।
অন্যদের
মধ্যে ২০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তাদের মধ্যে ১০ জনকে
রেখে অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে
জানান সিভিল সার্জন।
কেন বা
কিভাবে তারা আক্রান্ত হয়েছিলেন সে বিষয়ে তিনি কিছু বলেননি।
তবে জেলার
পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন ফুড পয়জনিং থেকে হতে পারে এমনটা।
হয়ত বাইরের কিছু খেয়ে থাকতে পারেন তারা। সকলেই আপাতত সুস্থ আছেন। দুইজনকে ঢাকায় পাঠানো
হয়েছে।”