বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের এমন ‘প্রতারণা’ করাটা একদম উপভোগ করেন না রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক এই কোচ।
পিএসজির এই ফরোয়ার্ডের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। রাশিয়া বিশ্বকাপে এমন আচরণের জন্য তীব্র সমালোচনার মুখে পড়া নেইমার পরে স্বীকার করেন যে তিনি মাঝে মধ্যে ফাউলকে অতিরঞ্জিত করেন।
আর সেসব কারণে তরুণ প্রজন্মের কাছে নেইমার অনুসরনীয় নয় বলে মনে করেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ দেল বক্স।
“আমার মতে, অনুসরণ করার জন্য সে (নেইমার) ভালো উদাহরণ নয়। আমি বিশ্বাস করি, সে চমৎকার এক ফুটবলার। আমার করা বিশ্বের শীর্ষ পাঁচ ফুটবলের তালিকায় সে অবশ্যই থাকবে। তবে মাঠে সে খুব বেশি প্রতারণা ও অভিনয় করে।”