ক্যাটাগরি

ডিএসইতে ৪ দিন পর বাড়ল সূচক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান
সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬২ দশমিক
৪৫ পয়েন্ট হয়েছে।

আগের চার
দিনে এ সূচক ১৩০ দশমিক ৬৮ পয়েন্ট কমেছিল।

ঢাকার বাজারে এদিন ৬৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৪ দশমিক ৮১ শতাংশ বেশি। বৃহস্পতিবার হাতবদল হয়েছিল ৫১৫ কোটি ৬৪
লাখ টাকার শেয়ার।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ১১০টির এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার
৪৫৯ দশমিক ৮১ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ৪৫৮ দশমিক ৫২ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০

বেক্সিমকো লি., প্রভাতী ইন্স্যুরেন্স, আইপিডিসি, জেনেক্স
ইনফোসিস, ফরচুন
সুজ, লাফার্জহোলসিম, সোনালী
পেপার, স্কয়ার
ফার্মা, বিডি
কম ও জেমিনী সী ফুড।

দাম বাড়ার শীর্ষ ১০

জেএমআই হসপিটাল, অ্যাপেক্স ট্যানারি, সোনালী
পেপার, আইপিডিসি,
প্রভাতী ইন্স্যুরেন্স,
সোনারগাঁ টেক্সটাইল,
ইস্টার্ন লুব্রিকেন্টস,
সিটি ব্যাংক, কেঅ্যান্ডকিউ
ও ইয়াকিন পলিমার।

দর হারানো শীর্ষ ১০

পূবালী ব্যাংক, জিবিবি পাওয়ার, ব্যাংক
এশিয়া, সিঅ্যান্ডএ
টেক্সটাইল, প্যারামাউন্ট
টেক্সটাইল, প্রগ্রেসিভ
লাইফ, মার্কেন্টাইল
ব্যাংক, বিবিএস
ক্যাবলস, এফবিএফআইএফ
ও জিল বাংলা সুগার মিল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এদিন ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১৫টির দর বেড়েছে, ১১০টির কমেছে এবং ৩৬টির
দর অপরিবর্তিত রয়েছে।

বেশির ভাগ শেয়ারের দাম কমায় প্রধান সূচক সিএএসপিআই ৪২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে হয়েছে
১৯ হাজার ৫৪৪ দশমিক ২৮ পয়েন্ট।

রোববার এ বাজারে ১৫
কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে, আগের দিন এর পরিমাণ ছিল ১৮ কোটি ৪০ লাখ টাকা।