ক্যাটাগরি

বৈসু উৎসবে মাতোয়ারা ত্রিপুরারা

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শুরু হয়েছে ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান উৎসব ‘বৈসু’। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে নানা আয়োজন থাকছে এই উৎসবে।

  • ত্রিপুরাদের প্রধান উৎসব ‘বৈসু’ উপলক্ষে রোববার খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণিল শোভাযাত্রায় শামিল হন এ জনগোষ্ঠীর নারী-পুরুষরা।

  • বৈসু উপলক্ষে শোভাযাত্রা উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

  • খাগড়াছড়ির বিভিন্ন এলাকা থেকে ত্রিপুরা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয় বৈসুর শোভাযাত্রায়।

  • বৈসুর বর্ণিল শোভাযাত্রায় নিজের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন ত্রিপুরা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা।

  • ত্রিপুরাদের বৈসুর শোভাযাত্রাটি খাগড়াছড়ি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হলে এসে শেষ হয়।

  • শোভাযাত্রার আগে খাগড়াছড়ি উপজেলা পরিষদ মাঠে ত্রিপুরা সম্প্রদায়ে ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য পরিবেশন করেন তরুণ-তরুণীরা।