ক্যাটাগরি

ইমরানের ক্ষমতাচ্যুতিতে পাকিস্তানের রাজনীতিবিদ-বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া

গত ৮ মার্চ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার এক মাসেরও বেশি সময় পর, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনও প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করেছেন পার্লামেন্টের সদস্যরা।

‘দ্য ডন’ পত্রিকা জানায়, গত কয়েক দিন ধরেই অনাস্থা ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল পকিস্তানে।

শেষ পর্যন্ত শনিবার মধ্যরাতে ভোটের ফল সামনে আসার পর এখনও অনেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন। উচ্ছ্বাস থেকে শুরু করে হতাশা, রাগ, এমনকী হাস্যরসও চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সহ-সভাপতি মরিয়ম নওয়াজ টুইটারে লিখেছেন, “আমার প্রিয় পাকিস্তানের জন্য দুঃস্বপ্নের সময় শেষ। এখন নিরাময়ের সময়।”

বিদায়ী শিক্ষামন্ত্রী এবং পিটিআই নেতা শাফকাত মাহমুদ আবার বলেছেন, “এটি পাকিস্তানের জন্য দুঃখের দিন। একজন ন্যায়পরায়ণ ও নির্ভীক নেতা পরিচিত দুর্নীতিবাজ মাফিয়াদের লক্ষ্যে পরিণত হল এবং শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হল।”

তবে ইমরান খান আবারও ঘুরে দাঁড়াবেন- এমন আশা প্রকাশ করে শাফকাত বলেছেন, “পাকিস্তানের জনগণ তার এবং পিটিআই-এর সঙ্গেই রয়েছে।” পিটিআই নেতা এবং পার্লামেন্ট সদস্য ফয়সাল জাভেদ খান বলেছেন, “প্রধানমন্ত্রী মার্জিতভাবেই ওয়াক আউট করেছেন; তিনি মাথা নত করেননি।”

মানবাধিকার কর্মী আম্মার আলি জান বলেন, “সংবিধানে অন্তর্ঘাতের আনাড়ি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।” তবে, ‘জনগণের অধিকার আদায়ের সংগ্রাম চলবে’ বলেও উল্লেখ করেন তিনি।

পাকিস্তানের সাংবাদিক সিরিল আলমেদা টুইটারে লিখেছেন, “হাইব্রিড শাসনের পতন হয়েছে।”

ওদিকে আরেক সাংবাদিক হাসান জাইদিও কটাক্ষ করে লিখেছেন, “ইমরান খান পাকিস্তানে আরেকটি নতুন রেকর্ড গড়েছেন। অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।”