লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে অনেকটা এগিয়ে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল। তাদের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা।
গত নভেম্বরে শাভি দায়িত্ব নেওয়ার সময় বার্সেলোনা লা লিগার টেবিলে নবম স্থানে ছিল। সব প্রতিযোগিতা মিলে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকা দলটা এখন দুই নম্বরে!
রোববার রাতে লেভান্তের মাঠে তিন পেনাল্টি আর পাঁচ গোলের ঘটনাবহুল ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছে বার্সেলোনা।
৩০ ম্যাচে ১৭ জয় ও ৯ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৬০। এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৩৮ রাউন্ডের লড়াইয়ের বাকি কয়েক ম্যাচে রিয়ালকে টপকে যাওয়া তাই খুব কঠিন। তবে শাভির হাত ধরে বার্সেলোনা সেটা করে ফেললে অবাক হবেন না রোনালদিনিয়ো।
২০০৩ থেকে ২০০৮, পাঁচ বছর বার্সেলোনায় শাভির সঙ্গে খেলেছেন রোনালদিনিয়ো। ফুটবলের ময়দানে স্প্যানিশ মিডফিল্ডারের ভাবনা ও দুরদর্শিতা নিয়ে তখন থেকেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা। মুন্দো দেপোর্তিভোকে রোববার দেওয়া সাক্ষাৎকারে তিনি সাবেক সতীর্থকে প্রশংসায় ভাসালেন।
“আমি শাভির কোচিংয়ে বদলে যাওয়া বার্সেলোনাকে দেখতে এসেছি। শাভি ফেরায় আমাদের আশাও নতুন করে জেগেছে।”
“সে আমার বন্ধু ও সাবেক সতীর্থ হওয়ায়, তার (বার্সেলোনায় ফেরাটা) সবাইকে এবং আমাকে রোমাঞ্চিত করে। খেলোয়াড়ী জীবনেই সে একজন কোচের মতো ফুটবলকে দেখতে পারতো।”
শাভি বার্সেলোনার খেলায় পুরনো ধাঁচ ফিরিয়ে আনতে খুব ভালো কাজ করছে বলে মনে করেন রোনালদিনিয়ো।
শাভির হাত ধরে দ্রুত স্বরূপে ফেরার আভাস দেওয়া বার্সেলোনা গত মাসে ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে এক রকম গুঁড়িয়ে দিয়ে তুলে নেয় ৪-০ গোলের জয়। অথচ তার আগের কয়েকটি ক্লাসিকোয় ছিল রিয়ালের টানা জয়।
ক্লাসিকো জয়ের পর এবার রোনালদিনিয়োর মনে প্রিয় দলের লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভবনাও উঁকি দিচ্ছে।
“(২০০৩-০৪ মৌসুমে মাদ্রিদে জয়) সেটা ছিল দুর্দান্ত কামব্যাক। আমরা দারুণ ছন্দে ছিলাম এবং এটা আবারো ঘটতে পারে।”
“আমি যেমনটা বলেছি, বার্সেলোনা আবারও ভালো খেলবে। আর আমি মনে করি, (লিগ শিরোপা লড়াইয়ে) যে কোনো কিছু হতে পারে।”