ক্যাটাগরি

টাঙ্গাইলে অরক্ষিত ক্রসিংয়ে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় ৩ মৃত্যু

সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘ‌টে বলে টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান।

মৃতরা হলেন- অটোচালক তা‌য়েবুল জেলার ঘাটাইল উপ‌জেলার কদমতলীর গারট্ট গ্রা‌মের হা‌মিদ মিয়া (৫৫), তার মেয়ে তাহ‌মিনা (২৫) ও দুই বছর বয়সী নাতি তাও‌হিদ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, “ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা জামালপুরগামী ‘জামালপুর এক্স‌প্রেস’ ট্রেন‌টির বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশ‌নে যা‌চ্ছিল। পথে রেললাই‌নের হা‌তিয়া অর‌ক্ষিত রেলক্রসিং এ এক‌টি অটোরিকশার সঙ্গে ট্রেনের সঙ্গে ধাক্কা লা‌গে।

“এতে ঘটনাস্থ‌লে দুইজ‌নের মৃত‌্যু হ‌য়। আর আহত অবস্থায় হাসপাতা‌লে নেওয়ার প‌থে আরও একজনের মৃত‌্যু হয়।”

আইনি প্রক্রিয়া শেষে মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান।