ক্যাটাগরি

পরবর্তী আক্রমণের জন্য হাজারো সেনা জড়ো করছে রাশিয়া: জেলেনস্কি

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমাদের জাতীয় প্রতিরোধ গুঁড়িয়ে দেওয়ার আশায় রাশিয়া আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে।”

ইউক্রেইনের পূর্বাঞ্চলে দনবাস এবং দক্ষিণের এলাকাগুলোতে রুশ সেনা জড়ো হতে থাকার বিষয়টি উল্লেখ করে জেলেনস্কি বলেন, “আবার নতুন করে আরেকটি হামলা করার জন্য মস্কো হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম জড়ো করছে।”

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে আইপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, “জোর করে থামানো না হলে রাশিয়া থামবে না।” সামরিক বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া এখন ইউক্রেইনের পূর্বাঞ্চলে হামলা চালানোর দিকে মনোনিবেশ করেছে।

২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত মারিউপোলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলেও পার্লামেন্টের ভাষণে দাবি করেন জেলেনস্কি।

ওদিকে, বিবিসি জানিয়েছে, পূর্ব ইউক্রেইনে রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা ইউক্রেইন সরকারের বিরুদ্ধে লড়াই জোরদার করেছে।

স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক এর প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, তিনি ইউক্রেইন সরকারের বিরুদ্ধে লড়াই জোরদার করছেন। কারণ, এই পরিস্থিতিতে বেসামরিক লোকজনকে জিম্মি করা হচ্ছে।

পূর্ব ইউক্রেইনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২০১৪ সাল থেকেই লড়াই চলছে।

রাশিয়া ২৪ ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনের পূবাঞ্চলের লুহানস্ক এবং দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন।