উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আফিয়া শারমিন মঙ্গলবার দুপুরে ভূমি অফিসে বসে
এ সাজা দেন।
দণ্ডিত রবীন্দ্রনাথ রায় (৬৮) উপজেলার
শুয়াগ্রামের মন্ডল রায়ের ছেলে এবং শীতল বালা (৫৬) একই উপজেলার ডহরপাড়া গ্রামের
অনন্ত কুমার বালার ছেলে।
নির্বাহী হাকিম আফিয়া শারমিন
বলেন, ওই দণ্ডিতরা দীর্ঘদিন ভূমি অফিসে দালালীর মাধ্যমে প্রতারণা করে টাকা আয় করায়
তাদের দণ্ড দেওয়া হয়েছে।