বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন
ক্রিকেট লিগে শাইনপুকুরের জয় ৪ উইকেটে।
সকালের বৃষ্টির পর ভেজা মাঠের কারণে খেলা শুরু হতে দেরি
হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৩ ওভারে। খেলাঘরের ২১৬ রান শাইনপুকুর ছাড়িয়ে যায়
৯ বল বাকি থাকতে।
১০ ম্যাচ ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে ৭ নম্বরে আছে শাইনপুকুর।
শীর্ষ ছয়ে জায়গা করে নিতে তাদেরকে অবশ্য তাকিয়ে থাকতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব
ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের পরের ম্যাচ দুটির দিকে। দল দুটি বড় ব্যবধানে হারলেই
কেবল সুপার লিগে খেলার সম্ভাবনা থাকবে শাইনপুকুরের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি খেলাঘরের। পঞ্চাশের
আগেই হারায় দুই ওপেনারকে। অমিত হাসান ও অমিত মজুমদারের ৭১ রানের জুটিতে শক্ত ভিত পায়
খেলাঘর।
অমিত হাসান ফিফটির আগে ফিরলেও ৪৫ বলে পঞ্চাশে পা রাখেন
অমিত মজুমদার। ২ ছক্কা ও ৬ চারে ৫৭ রান করে ফেরেন তিনি রান আউট হয়ে।
পরে সালমান হোসেন ও ইলিয়াস সানি গড়েন ৫৯ রানের জুটি। ৫
চারে ৩৪ রান করেন সালমান। আগ্রাসী ব্যাটিংয়ে ৩ ছক্কা ও এক চারে ৩৩ রান করেন ইলিয়াস।
৪৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন আলাউদ্দিন।
দুটি শিকার ধরেন রিপন মণ্ডল।
জবাব দিতে নেমে আনিসুল ইসলাম আগ্রাসী শুরু করেন। ৩ ছক্কায়
১৪ বলে ২০ রান করা শাইনপুকুরের এই ওপেনারকে থামান নিহাদ উজ জামান।
রায়ান রাফসান টিকে থাকার চেষ্টায় সফল হননি। দ্রুত রান
তোলায় মন দেওয়া জিম্বাবুয়ের সিকান্দার রাজাও নিহাদের শিকার।
ওপেনার অভিশেক মিত্র এক প্রান্তে খেলে যান নিজের মতো।
৪৪ বলে ফিফটি করে তিনি থামেন ১১ চারে ৬২ রান করে। নুর আলমের বলে হন এলবিডব্লিউ।
ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন তাহজিবুল ইসলাম। তার ৪ ছক্কা
ও ২ চারে ২৫ বলে ৪০ রানের বিস্ফোরক ইনিংস থামান নুর আলম। ৩ চারে ৩৫ রানে অপরাজিত থেকে
দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন সাজ্জাদুল হক।
সংক্ষিপ্ত স্কোর:
খেলাঘর সমাজ
কল্যাণ সমিতি: ৩৩ ওভারে ২১৬/৮ (হাসানুজ্জামান ১৭, পিনাক ৯, অমিত
৫৭, অমিত ২৬, সালমান ৩৪, নাদিফ ১০*, ইলিয়াস ৩৩, মাসুম ৭, নুর আলম ২, ইফতেখার ১*; রিপন
৭-০-৩৯-২, নাঈম ৬-০-৪১-০, মুরাদ ৫-১-৩৫-০, আলাউদ্দিন ৭-০-৪৫-৪, রাজা ৬-১-৩৪-০, আনিসুল
২-০-১৫-১)
শাইনপুকুর ক্রিকেট
ক্লাব: ৩১.৩ ওভারে ২২০/৬ (অভিশেক ৬২, আনিসুল ২০, রায়ান ১৭, রাজা
২৩, সাজ্জাদুল ৩৫*, তাহজিবুল ৪০, রাকিন ৭, আলাউদ্দিন ৮*; মাসুম ৭-০-৩৬-০, নিহাদ ৪.৩-০-৪৫-২,
ইলিয়াস ৬-১-৪৩-১, ইফতেখার ৭-০-২৮-১, সালমান ১-০-১৯-০, নুর আলম ৬-০-৪৬-২)
ফল:
শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা
ম্যাচ: আলাউদ্দিন বাবু