মঙ্গলবার বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের
(বিএসইসি) সভায় কোম্পানটিকে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে এ টাকা উত্তোলনের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত
নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজার থেকে
সংগ্রহ করা এ অর্থ দিয়ে রঙ প্রস্তুতকারক কোম্পানিটি ভবন বানাবে
এবং যন্ত্রপাতি ও সরঞ্জাম কিনবে। এছাড়া কিছু অংশ চলতি মূলধন হিসেবে
ব্যবহার করবে এবং বাকিটা ইস্যু ব্যবস্থাপনার কাজে খরচ হবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম
ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম এডভাইজরি লিমিটেড।
সবশেষ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিডি
পেইন্টস ২০২০-২১ অর্থবছরে ৪ কোটি ৮৩ লাখ টাকা মুনাফা করেছে। এর আগের দুবছর মুনাফা ছিল যথাক্রমে ৩ কোটি
১৩ লাখ টাকা এবং ৫ কোটি ১৩ লাখ টাকা।
বিএসইসির অনুমোদন পাওয়ায় এ কোম্পানি এখন এসএমই মার্কেটে
তালিকাভুক্ত হবে। তালিকাভূক্তির শর্ত হিসেবে প্রথম তিন বছর বোনাস শেয়ার লভ্যাংশ
হিসেবে না দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।
বিএসইসির নিয়ম অনুযায়ী, শুধু ‘যোগ্য’ বিনিয়োগকারী
বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।
পাশাপাশি পুঁজিবাজারে যেসব দেশি বা বিদেশি ব্যক্তির
বাজারমূল্যে অন্তত ২০ লাখ টাকার বিনিয়োগ আছে, তারা এসএমই
বোর্ডের আইপিওতে বিনিয়োগ করতে পারেন।