ক্যাটাগরি

পাহাড়ে ফুল ভাসিয়ে শুরু চাকমাদের নববর্ষের উৎসব বিজু

নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজুর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। খাগড়াছড়ির চেঙ্গী ও মাইনী নদীতে মঙ্গলবার ভোর ৬টা থেকে ফুল ভাসানো শুরু হয়। রীতি অনুযায়ী পুরনো বছরের দুঃখ, জরা ভুলে গিয়ে নতুন বছরের মঙ্গল কামনায় দেবী গঙ্গার উদ্দেশে ফুল ভাসানো হয়। নারী-পুরুষ-শিশু উজ্জ্বল নানা রঙের নতুন পোশাক পরে ফুল ভাসানোর উৎসবে যোগ দেয়।