ক্যাটাগরি

‘প্রযুক্তি কাজে লাগিয়ে সংস্কৃতি চর্চায়’ জোর প্রধানমন্ত্রীর

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আট জেলায় নবনির্মিত শিল্পকলা
একাডেমি ভবনের উদ্বোধন করে এ বিষয়ে কথা বলেন সরকারপ্রধান।

পুরো বাংলাদেশে এখন ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে মন্তব্য করে তিনি বলেন,
“আজকে এই যে আটটি জেলার সকলের সঙ্গে একই সঙ্গে আমি গণভবনে বসে কথা বলছি, এতে আপনাদের
সকলের সাথে সাক্ষাৎ হচ্ছে বা এর মাধ্যমে আমরা যে যোগসূত্র তৈরি করতে পারছি, এটা হলো
প্রযুক্তির উপহার। সেটাও আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে।”

নতুন শিল্পকলা একাডেমি ভবন পাওয়া এই আট জেলা হল: কুষ্টিয়া, খুলনা, জামালপুর,
নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর।

শেখ হাসিনা বলেন, “প্রযুক্তি কাজে লাগিয়েই আমাদের সংস্কৃতি চর্চাটাকে
আমরা আরো সমৃদ্ধশালী করতে পারি। সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দেব।”   

সংস্কৃতি চর্চায় সবার সহযোগিতার প্রয়োজন হয় মন্তব্য করে এক্ষেত্রে বিত্তবানদের
এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ চর্চাক এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের নেওয়া
বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি বলেন।

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “সেই
ইতিহাসের পথ বেয়েই আমরা আগামী দিনে এগিয়ে যাব জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার
জন্য।”

অন্যদের মধ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পকলা একাডেমির
মহাপরিচালক লিয়াকত আলী লাকী অনুষ্ঠানে বক্তব্য দেন।

ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ,
পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন
কর্মকর্তারাও অনুষ্ঠানে যুক্ত ছিলেন।