মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শব-ই-কদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে ১৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে।
তবে ক্লাস বন্ধ হওয়ার দুদিন পর ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত অফিস বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলা নববর্ষের জন্য ১৪ এপ্রিল ও ইস্টার সানডের জন্য ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধ থাকবে।”
আবাসিক হলগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.মো. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এ সময় আবাসিক হলগুলো খোলা রাখছি।
হলে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য ছুটির মধ্যে খাবারসহ সব সুবিধা চালু থাকবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ে ছেলেদের তিনটি ও মেয়েদের দুটি হল রয়েছে।