বুধবার
বিকালে পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল
ফেরদাউস তাসপিয়া (৪) পূর্ব হাজীপুর গ্রামের প্রবাসী মাওলানা আবু জাহের মেয়ে। আহত আবু
জাহেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায়
পুলিশ ধনু নামে এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও
প্রতক্ষদর্শীরা জানিয়েছে, পূর্ব হাজীপুর গ্রামের রাশেদ মিয়ার বাড়ির আলম পার্শ্ববর্তী
লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাদশার কাছে জমির মাটি বিক্রি করেন। বাদশা চুক্তির চেয়ে অতিরিক্ত
মাটি কেটে নিতে চাইলে এ দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
বেগমগঞ্জ
থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, বুধবার বিকালে বাদশা ঘটনাস্থলে ৪-৫ জন ‘সন্ত্রাসী’
নিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় মেয়ে তাসপিয়াকে কোলে নিয়ে সেখানে থাকা প্রবাসী
জাহের ও তার মেয়ে গুলিবিদ্ধ হন।
“তাদের
নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাসপিয়ার
মৃত্যু হয়।”
ওসি আরও
জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ধনু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য
আটক করা হয়। দোষীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।