কলম্বিয়ান ফুটবল ফেডারেশন (এফসিএফ) বৃহস্পতিবার এক বিবৃতিতে রিংকনের মৃত্যুর খবর নিশ্চিত করে।
দেশটির কালি শহরে সোমবার সকালে রিংকনের গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। ৫৫ বছর বয়সী রিংকন নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
কালির ইমবানাকো ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন রিংকন।
কলম্বিয়ার হয়ে ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তার নামের পাশে গোল সংখ্যা ১৭টি।
কলম্বিয়ান ফুটবলের আরেক গ্রেট কার্লোস ভালদেরামার সঙ্গে যৌথভাবে দেশের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড তার। ১০টি করে বিশ্বকাপ ম্যাচ খেলেছেন দুজন।
রিংকন কলম্বিয়ার সেই সোনালি প্রজন্মের একজন সারথী, যারা দেশের বিশ্বকাপে খেলার ২৮ বছরের অপেক্ষার ইতি টেনেছিলেন। ১৯৯০ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে তার গোল স্মরণীয় হয়ে আছে। ওই টুর্নামেন্টে শিরোপা জিতেছিল জার্মানরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার ওই গোলেই জার্মানির বিপক্ষে ড্র করে কলম্বিয়া এবং তৃতীয় হয়ে ‘ডি’ গ্রুপ শেষ করে তারা। পরে ৬ গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর সেরা চারটির একটি হয়ে ওঠে নকআউট পর্বে।
ক্লাব ক্যারিয়ারে রিয়াল ছাড়াও নাপোলি, পালমেইরাস, সান্তোসে খেলেছেন রিংকন। ২০০০ সালে প্রথম ফিফা ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (বর্তমানে ক্লাব বিশ্বকাপ) জয়ী করিন্থিয়ান্স দলেরও অংশ ছিলেন তিনি।