ক্যাটাগরি

আপনারা ঘরে থাকুন: আকুতি করোনাভাইরাসে বাবাকে হারানো ছেলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সামিন সোমবার সন্ধ্যায় তার ফেইসবুকে ওয়ালে এক পোস্টে এই অনুরোধ করেন।

তার বাবা দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন সকালেই মারা যান।

সামিন রহমান ফেইসবুকে লিখেছেন, “আমার বাবা জীবিকার তাগিদে সরকারি আদেশ না আসা পর্যন্ত ২২শে মার্চ পর্যন্ত অফিস করেছিলেন, তারপর থেকে তিনি বাসাতেই ছিলেন, কিন্তু তবুও রক্ষা পাননি।

“তাই এখনও যারা ঘরে থাকার বিধিনিষেধ মানছেন না, তাদের সবাইকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে চাই না বর্তমানে এই মূহুর্তে আমার এবং আমার পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে, সেটা আমার শত্রুকেও মোকাবেলা করতে হোক।”

করোনাভাইরাসে আক্রান্ত দুদক কর্মকর্তার মৃত্যু
 

বৈশ্বিক মহামারীর রূপ নেওয়া নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা গেছে ১৩ লাখের কাছে। বাংলাদেশে শতাধিক আক্রান্তের মধ্যে ১২ জন মারা গেছেন।

নতুন ধরনের এই ভাইরাসের সংক্রমণ ঘটলে রোগমুক্তিতে কোনো টিকা কিংবা ওষুধ না থাকায় এখনও প্রতিরোধই একমাত্র উপায়।

প্রতিরোধের উপায় হিসেবে দেশে লকডাউন অবস্থা তৈরি করে সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিলেও তা বাস্তবায়নে প্রশাসন-পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

সোমবার মন্ত্রিসভার পক্ষ থেকে আবারও সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘লকডাউন’র মধ্যে বাইরে বের হওয়ায় যথাযথ কারণ না দেখাতে পারায় জরিমানা করা হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘লকডাউন’র মধ্যে বাইরে বের হওয়ায় যথাযথ কারণ না দেখাতে পারায় জরিমানা করা হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

এই অবস্থার মধ্যেই শোকগ্রস্ত সামিন দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ জানালেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ফেইসবুকে নিজের আহ্বান জানানোর পাশাপাশি গণমাধ্যমে তার বাবার মৃত্যু সংবাদে কিছু ভুল তথ্য থাকার কথাও বলেন।

সামিন বলেন, তার বাবার করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার পর থেকেই তিনি ও তার মা কোয়ারেন্টিনে আছেন।

“সেল্ফ আইসোলেশনের কারণে না বাবার জানাজার অংশ হতে পেরেছি, না উনাকে কবর দেওয়ার অংশ হতে পেরেছি, এর চেয়ে কঠিন কিছু আর নেই। উনাকে আজ ৪টার দিকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।”

সামিন লিখেছেন, ““আমি উনার একমাত্র সন্তান ছিলাম, আমার কোনো ভাই-বোন নেই। আমি এবং আমার আম্মু দুইজনই পরিপূর্ণ রূপে সুস্থ আছি। আমরা গত ৭ দিন ধরে দুজনই সেল্ফ আইসোলেশনে আছি, কোন হাসপাতালে না। আমাদের দুইজনকে আরও ৭ দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।

বাবাকে স্মরণ করে তিনি লিখেছেন, “উনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। উনার আত্মার মাগফেরাত কামনা করছি।”

সহকর্মী জালালের মৃত্যুতে শোক জানিয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, “জালাল সাইফুর রহমান একজন সৎ, দক্ষ, মেধাবী ও উচ্চ নৈতিকতাসম্পন্ন কর্মকর্তা ছিলেন। তার এই অকাল মৃত্যুতে  দুদক প্রশাসনের একজন মেধাবী চৌকস কর্মকর্তাকে হারালো। এই মৃত্যুতে তার পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।”

২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের ওই কর্মকর্তা ২০১৬ সাল থেকে দুদকে প্রেষণে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, “তিনি ছিলেন একজন সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা। তিনি ছিলেন দেশ ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী। তার মৃত্যুতে দেশ একজন মেধাবী কর্মকর্তাকে হারাল।”