গ্রেপ্তাররা হলেন- মো. আরিফুল ইসলাম
মাসুম (৪৪), মো. রেফাজুল ইসলাম লিংকন (২৭), মো. মতিয়ার রহমান (৫০) ও মো. মজিবর রহমান
(৫২)।
বুধবার পল্টন এলাকায় অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করে অপহৃত আনোয়ারুল ইসলামকে (২২) উদ্ধার করা হয় বলে র্যাব-৪ এর এক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল
র্যাবের কাছে লিখিত অভিযোগ আসে, ৬ লাখ টাকার বিনিময়ে ভালো চাকরি দেওয়ার কথা বলে আনোয়ারুল
নামে ওই যুবককে অপহরণ করা হয়েছে।
চক্রের সদস্য মতিয়ার রহমান তাকে চাকরির
নিয়োগপত্র দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসে। পরে ওই যুবকের বাবা তাকে ফোন দিলে নম্বর
বন্ধ পান।
“ওই দিন ভুক্তভোগীর নম্বর থেকে তার বাবাকে আরিফুল
ইসলাম পরিচয় দিয়ে জানানো হয়, ছেলেকে ফেরত পেতে হলে প্রাথমিকভাবে এক লাখ টাকা দিতে হবে।
“নাহলে তাকে প্রাণে মেরে ফেলবে এবং তার শরীরের বিভিন্ন
অঙ্গ অন্যত্র বিক্রি করে দেবে।”
গ্রেপ্তার চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের
তথ্য তুলে ধরে র্যাব জানায়, “তারা একে অপরের পূর্ব পরিচিত এবং পরস্পর যোগসাজসে
বেকার যুবকদের টার্গেট করে তাদের সঙ্গে সখ্যতা তৈরি করে।
“পরে টাকার বিনিময়ে ভালো চাকরি দেওয়ার কথা বলে। এতে
কেউ রাজি হলে নিয়োগপত্র দেওয়ার কথা বলে সুবিধাজনক জায়গায় ডেকে নিয়ে আটকে রাকে। পরে
অমানবিক নির্যাতন ও মুক্তিপণ দাবি করে।”