ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফা বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রাথমিক সূচি অনুযায়ী, গত ২৪ মার্চ গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমি-ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। কিন্তু ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের কারণে ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে দেশটি। এরপর তা স্থগিত করা হয়।
এই ম্যাচের জয়ী দল প্লে-অফ ফাইনালে ৫ জুন কার্ডিফে ওয়েলসের মুখোমুখি হবে। সেখানে জয়ী দল পাবে কাতারের টিকেট। সেমি-ফাইনালে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ১৯৫৮ সালের পর প্রথমবার বৈশ্বিক আসরে খেলার সম্ভাবনা জাগিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস।
জয়ী দলটি আগামী ২১ নভেম্বর শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে। যেখানে আছে ইংল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্র।
রাশিয়ারও প্লে-অফে খেলার কথা ছিল। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে দেশটিকে নিষিদ্ধ করে উয়েফা ও ফিফা।