বৃহস্পতিবার বিকালে
শিক্ষার্থীরা জিরো পয়েন্টে মূল ফটবে তালা দিয়ে বিক্ষোভ দেখায়।
প্রত্যক্ষদর্শী
শিক্ষার্থীরা জানান, সমাজতত্ত্ব বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত
হোসেন মোটর সাইকেলের সাথে ১ নম্বর রেলক্রসিং এলাকায় সিএনজি অটোরিকশা ধাক্কা লাগে।
“এসময় বাকবিতণ্ডার
এক পর্যায়ে সিএনজি চালক আরাফাতকে মারধর করে।”
এই ঘটনার প্রতিবাদে বিকাল
৫টার দিকে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা মূল ফটকে বিক্ষোভ
দেখিয়েছে। এ খবর শোনার পর গ্রামবাসীও রেলক্রসিং এলাকায় যান চলাচল বন্ধ করে দিয়েছে।
প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি আমরা সমাধানে চেষ্টা করছি।”