বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ থাকবে। তাই সকল আবাসিক শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে হল ত্যাগ করতে হবে। ১২ মে সকাল ১০টায় পুনরায় সকল হল খুলে দেওয়া হবে।”
রমজান ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত সকল একাডেমিক ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় সরকারি সিদ্ধান্তে গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হয়।