টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের মধ্যে বৃহস্পতিবার রাতে অস্থায়ী দমকাসহ
হালকা বৃষ্টি হয় ঢাকায়। রাত ৯টার পরে বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ ৫২ কিলোমিটার
বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। স্বল্প সময়ের সামান্য বৃষ্টিতে বৈশাখের প্রথম দিনের
অস্বস্তিকর গরমের রেশ সামান্য কেটেছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “ঝড়-বৃষ্টির মওসুম মাত্র শুরু
হল। এমন আবহাওয়া গরমের এ সময়ে থাকবে। চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।”
তিনি জানান, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর,
রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ প্রবল বিজলী
চমকসহ বৃষ্টি বৃষ্টি হতে পারে।
এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রাজশাহী, পাবনা ও চুয়াঙ্গা অঞ্চলের উপর দিয়ে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ অব্যাহত
থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ নাজমুল।
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৫
ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের
সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১৮ মিলিমিটার।
এদিকে এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর
জানিয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্র ও
শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্যত্র তিন থেকে
পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
এ মাসে দেশের কোথাও কোথাও দুই থেকে তিনটি মৃদু তাপপ্রবাহ অথবা মাঝারি
তাপপ্রবাহ বয়ে যেতে পারে।