স্থানীয় সময় বুধবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুর সময় বিনীতা চৌধুরীর বয়স হয়েছিল ৫০ বছর।
আব্দুল গাফফার চৌধুরীর চার মেয়ে এবং এক ছেলের মধ্যে তিনি তৃতীয়।
বিনীতা বাবার সাথেই লন্ডনের এজওয়ারের বাসায় থাকতেন ও তাকে দেখাশোনা করতেন।
শুক্রবার শোকাহত আব্দুল গাফফার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী মঙ্গলবার তার মেয়ে বিনীতা চৌধুরীর জানাজা হওয়ার কথা রয়েছে।
লন্ডনে এখন ইস্টারের ছুটি চলছে। সবকিছু বন্ধ থাকায় বিনীতা চৌধুরীর লাশ এখনো হাসপাতালে রয়েছে।
বাবা ও বোনের সঙ্গে প্রয়াত বিনীতা চৌধুরী (পেছনের সারিতে বামদিকে)।
আব্দুল গাফফার চৌধুরীও করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়ে নর্থউইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গাফফার চৌধুরী জানান, শুক্রবার তার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে এবং শারীরিক অবস্থাও আগের চেয়ে কিছুটা ভালো। তবে হাসপাতাল থেকে কবে ছাড় পাবেন সেই বিষয়ে তিনি নিশ্চিত নন।
মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আব্দুল গাফফার চৌধুরী।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |