ক্যাটাগরি

ধুনটে ‘ধর্ষণচেষ্টার’ পর কলেজছাত্রীর ‘আত্মহত্যা’, ২ আসামি গ্রেপ্তার

বৃহস্পতিবার তাদের
গ্রেপ্তার করা হয় বলে ধুনট থানার ওসি কৃপা
সিন্ধু বালা জানান।

আটকরা হলেন ধুনট
উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামের প্রয়াত কান্দু সরকারের ছেলে বাবুল
ইসলাম (৪০) ও কৈগাঁতী গ্রামের প্রয়াত জনাব আলীর ছেলে আবু তাহের (৫০)।

মামলার অন্য আসামিরা
হলেন কৈগাঁতি গ্রামের রফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী ঝর্ণা খাতুন (৩৫), মেয়ে
রোজিনা খাতুন (২৫) ও বোন রূপালী খাতুন। 

মামলার নথি থেকে জানা যায়, মঙ্গলবার
[১২ এপ্রিল] চৌকিবাড়ী ইউনিয়নের কৈগাঁতি গ্রামের এক
কলেজছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঝর্ণা খাতুন, রোজিনা খাতুন ও রূপালী
খাতুনের সহায়তায় আবু তাহের ও বাবুল ইসলাম ওই কলেজ ছাত্রীকে ধষর্ণের চেষ্টা করেন। 

তখন ওই ছাত্রীর চিৎকার
শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে তারা পালিয়ে যান। এরপর ওই ছাত্রী ঘরে গিয়ে বিষ খেয়ে
অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করলে বৃহস্পতিবার তিনি মারা যায়।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদী
হয়ে ছয় জনকে আসামি করে ধুনট থানায় মামলা দায়ের করেন।

তিনি বলেন, অভিযোগটি
আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই জনকে আটক করা
হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।