শনিবার সকাল ১০টার দিকে
নোয়াখালীর ভাসানচরের কাছে উত্তাল ঢেউয়ে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র
পরিচালক মোহাম্মদ সেলিম।
‘এমভি সজল তনয়-২’ নামের
জাহাজটি ৭০০ টন কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দরের আউটার থেকে রওনা হয়েছিল।
সেলিম বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাসানচরের অদূরে ঠেঙ্গারচরের কাছে ডুবে যায় লাইটারেজটি।
সাগর উত্তাল থাকায় ঢেউয়ের কারণে এটি ডুবে যায় বলে জেনেছি।”
জাহাজটিতে ১১ জন নাবিক
ছিলেন। তাদের উদ্ধারের জন্য কোস্টগার্ড সদস্যরা সেখানে গেছেন বলে জানান বিআইডব্লিউটিএ
পরিচালক।
‘সজল তনয়-২’ লাইটারটি রেজা শিপিং লাইন্সের হলেও
সেটি ডব্লিউটিসি’র অধীনে চলাচল করত।