ক্যাটাগরি

চাঁপাইনবাবগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় বাইকচালক নিহত

উপজেলার
শুকনা গ্রামে শনিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান বলে সদর থানার ওসি মোজাফ্ফর
হোসেন জানান।

নিহত
মো. রাসেল (২০) সদর উপজেলার চরবাররশিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।  ‍

ওসি
বলেন, রাসেল হায়াত মোড় থেকে মোটরসাইকেলে করে খালেকপুরের দিকে যাওয়ার সময় পাওয়ার
টিলার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান।

ঘটনাস্থল
থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে
পুলিশ। তবে পুলিশ পাওয়ার টিলারের চালককে ধরতে পারেনি।