দুই মৌসুম রিয়ালে কাটানো ইতালিয়ান ফরোয়ার্ড
মনে করেন, দেরিতে ছন্দ খুঁজে পেলেও লা লিগায় রিয়ালের চেয়ে ভালো ফুটবল খেলছে বার্সেলোনা।
লা লিগায় ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের
শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
অতিনাটকীয় কিছু না ঘটলে রিয়ালের লিগ শিরোপা নিশ্চিতই বলা যায়।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় শক্তিশালী
পিএসজিকে বিদায় করার পর কোয়ার্টার-ফাইনালে চেলসিকে বিদায় করেছে রিয়াল।
অন্যদিকে বার্সেলোনা মৌসুমের শুরুতে নিজেদের
হারিয়ে খুঁজছিল। ক্লাব কিংবদন্তি শাভি এরনান্দেস কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর বদলাতে
থাকে দৃশ্যপট।
তবে গত বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের
কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনার যাত্রা থামিয়ে দিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। মৌসুমে
দলটির একমাত্র শিরোপা জয়ের বাস্তব সম্ভাবনা টিকে ছিল এই আসরেই। সেটাও তাদের শেষ হয়ে
গেছে।
তবে কাসানো মনে করেন লিগে রিয়ালের চেয়ে
ভালো ফুটবল খেলছে বার্সেলোনা। বোবো টিভির সঙ্গে আলাপকালে আনচেলত্তিরও সমালোচনা
করেন কাসানো।
“রিয়াল মাদ্রিদ
বাজে খেলছে। যদিও তারা প্রথমে পিএসজি এবং পরে চেলসির বিপক্ষে খুবই ভাগ্যবান ছিল, তবে
আগে বা পরে এটি শেষ হবে।”
“রিয়াল লিগে
ভালো খেলছে না। বার্সেলোনার দিকে তাকালে দেখবেন, যারা দেরিতে (ভালো খেলা) শুরু করেছিল,
তাদের খেলায় আলাদা সুর আছে। আনচেলত্তি হয়তো আপনাকে ভালো অনুভূতি দিচ্ছে, কিন্তু আমি
জানি না, আমি একজন খেলোয়াড়ের কথাও ভাবতে পারি না যে, সে তার উন্নতি করেছে।”