
প্রতীকী ছবি
নিহতের নাম বিলকিস (৫৫)। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভর্তা গ্রামের এই নারী গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি দুর্ঘটনায় পড়েন বলে বনানী থানার এসআই মো. নেসার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, আমতলী এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় বিলকিস আহত হন। বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।
বিলকিসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে সেখানে তার মৃত্যু ঘটে।
বিলকিসের ছোট বোনের মেয়েজামাই নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার খালা শাশুড়ি বনানীতে এক চিকিৎসকের বাড়িতে কাজ করতেন। ঈদের আগে বকশিসের আশায় ওই চিকিৎসকের বাড়িতে এসেছিলন তিনি। এরপর গ্রামে রওনা দেওয়ার সময় দুর্ঘটনায় পড়েন।