ক্যাটাগরি

নিখোঁজ শিশুর লাশ দেখিয়ে পালালো সৎ বাবা

সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকার ভাটপাড়া গ্রামে রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল জানান।

মৃত মো. বাপ্পি উপজেলার জোড়কানন ইউনিয়নের তারাপুর গ্রামের দিনমজুর রাসেল মিয়ার ছেলে। তার সৎ বাবা রুবেল হোসেন ওরফে সেলিমের বাড়ি ভাটপাড়া গ্রামে।

সহকারী পুলিশ সুপার বলেন, বাপ্পি শুক্রবার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর খোঁজাখুঁজি করেও তার হদিস মিলছিল না। এ ঘটনায় শনিবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার স্বজনরা। রোববার রাতে বাপ্পির সৎ বাবা রুবেল ভাটপাড়া গ্রামের একটি ফসলি জমিতে বাপ্পির লাশ তার নানা জালালউদ্দিন ও এলাকাবাসীকে দেখিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে প্রশান্ত জানান।

তিনি বলেন, শিশুটির সৎ বাবাই এ হত্যাকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তাকে আটকের চেষ্টা চলছে।