প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সোমবার আগারগাঁওয়ের
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।
ইসির এ ধাপের সংলাপে ৩৯ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো
হয়েছিল। তবে সংলাপে উপস্থিত হয়েছেন ২৭ জন।
স্বাগত বক্তব্যে সিইসি বলেন, “আপনারা বিদগ্ধ জন। সুষ্ঠু, গ্রহণযোগ্য
ও অংশগ্রহণমূলক নির্বাচনে আপনাদের পরামর্শ কাজে লাগবে।
“আমরা চাই, আস্থার সংকট থাকলে তা কাটিয়ে উঠে অংশগ্রহণমুলক নির্বাচন
হোক। আপনাদের পরামর্শ নিয়ে পরবর্তী কর্মকৌশল নেব।”
চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা এমিলি, মো. আলমগীর
ও আনিছুর রহমানও উপস্থিত ছিলেন সংলাপে।
সংলাপে উপস্থিত যারা সংবাদ সংস্থা ও অনলাইন সংবাদপত্রের টেলিভিশনগুলোর মধ্যে ডিবিসি এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক এছাড়া জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান |
বর্তমান নির্বাচন কমিশন গত ১৩ মার্চ প্রথম দফায় ৩০ শিক্ষাবিদকে সংলাপের
জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তাতে সাড়া দিয়ে ১৫ জন উপস্থিত হয়েছিলেন।
দ্বিতীয় দফার সংলাপে ৩৯ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানালে সংলাপে অংশ
নেন ১৯ জন। আর তৃতীয় দফা সংলাপে আমন্ত্রিত ৩৪ জন সাংবাদিকের মধ্যে ২৩ জন ইসির বৈঠকে
অংশ নেন।
সব দলকে ভোটে আনতে ‘সর্বোচ্চ চেষ্টার’ পরামর্শ
ভালো নির্বাচন চাইলে নিজেরা সমঝোতায় আসুন: রাজনৈতিক দলগুলোকে সিইসি
গত ২৭ ফেব্রুয়ারি সিইসি হিসেবে শপথ নিয়ে কাজী হাবিবুল আউয়াল সাংবিধানিক
এ দায়িত্ব সঠিকভাবে, দক্ষতার সঙ্গে, নিরপেক্ষভাবে পালনে সবার সহযোগিতা চান।
নতুন সিইসি সেদিন বলেন, সবার আস্থা অর্জনে নিজেরা যেমন ঐকমত্যের ভিত্তিতে
সিদ্ধান্ত নেবেন, তেমনি সব অংশীজনের মতামত নিয়ে কর্মকৌশল নির্ধারণ করবেন।
পরদিন নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্বাদশ
সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সেজন্য দেশের রাজনৈতিক নেতাদের নিজেদের মধ্যে
‘সমঝোতায়’ আসার আহ্বান সিইসি।
তিনি বলেন, “নির্বাচন কমিশন একা নির্বাচন করে না। নির্বাচন একটা বিশাল
কর্মযজ্ঞ। এর সঙ্গে অনেকেই জড়িত। সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। কমিশনও সবার
সহযোগিতা আদায় করে নেবে।”
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সবার অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশার
কথা বলে আসছেন কাজী হাবিবুল আউয়াল। চলমান সংলাপে সবার মতামত শোনার পর তা পর্যালোচনা করে বাস্তবমুখী কাজ
করার কথাও তিনি বলেছেন।
বর্তমান ইসির অধীনেই আগামী বছরের শেষদিকে দ্বাদশ সংসদ নির্বাচন হবে।