নিহত নূর আলমের (৪৫) গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলায়। ঢাকায় খিলগাঁওয়ের ভূইয়াপাড়ার একটি বাসায় তিনি ভাড়া থাকতেন।
প্রতীকী ছবি
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার সহকর্মীদের বরাত দিয়ে মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সকালে বনশ্রীর ‘জি’ ব্লকের ৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন তিন তলা ভবনে ঢালাইয়ের কাজ করছিলেন নূর আলম। মিকশ্চার মেশিনের ওপর দাঁড়িয়ে তিনি কাজ করছিলেন। ওই সময় মালামাল ওঠানোর একটি ক্রেনের রশি ছিঁড়ে তার মাথায় পড়ে।
ময়নাতদন্তের জন্য নূর আলমের মৃতদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।