সোমবার দুপুরে উপজেলার হাতিমুড়া-ডলু সড়কের উত্তর ডলু পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনূর আলম জানান।
মৃতরা হলেন- কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র রাজুমারমা (১৫) ও ওসমানপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনীর ছাত্র উগ্যজাই মারমা (১২)। তারা আনারস বোঝাই গাড়িতে শ্রমিকের কাজ করত।
এ ঘটনায় আহত রাসাই মারমাকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকে গাড়ি চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।