ক্যাটাগরি

এক দিনে ৭২ পয়েন্ট হারাল ডিএসই

সোমবার এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭২ দশমিক ৪৯ পয়েন্ট কমে ৬ হাজার ৪৮২ দশমিক ৩৮ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন ৩৯০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, আগের দিন এই সংখ্যা ৩৯৩ কোটি ৯৮ লাখ টাকা ছিল।

এই লেনদেন গত এক বছরের মধ্যে কম। এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছিল গত বছরের ৫ এপ্রিল। সেদিন লেনদেন হয়েছিল ২৩৬ কোটি ৬১ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ১৪টির দর বেড়েছে, ৩৪৭টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৪২৮ দশমিক ৬৮ পয়েন্ট হয়েছে। আর ডিএস৩০ সূচক ২৫ দশমিক ৩২ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৪০৯ দশমিক ৬৯ পয়েন্ট।