সোমবার দুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের ময়ূরের চরে এই ঘটনা ঘটে।
নিখোঁজরা হলো ওই এলাকার
মুশিদুল ইসলামের মেয়ে মীরা আক্তার (১৩) ও ছেলে জিসান (৭)। মীরা সারিয়াকান্দি পাইলট
বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে এবং জিসান ময়ুরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
মুশিদুল ইসলাম জানান, মীরা ও জিসান গ্রামের আরও কয়েকজন শিশুর সঙ্গে দুপুরে যমুনা নদীতে গোসল করতে নামে। জিসান হঠাৎ স্রোতে নদীতে ডুবে যেতে থাকলে মীরা তাকে
উদ্ধার করতে যায়। এক পর্যায়ে দুই ভাই-বোন নদীতে ডুবে যায়।
মুশিদুল জানান, অন্য
শিশুরা খবর দিলে নদীতে খোঁজাখুঁজির পরও তাদের সন্ধানে পাওয়া যায়নি। পরে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, নিখোঁজ ভাই বোনদের সন্ধান এখনও পাওয়া
যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধারে কাজ করছেন। এছাড়াও রাজশাহী থেকে
একটি ডুবরি দল এসেছে।