শনিবার
রাতে নগরের হেতেমখা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
২৩ বছর
বয়সী এই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তরুণীর
বাবা জানান, প্রায় ছয় বছর আগে একই এলাকার বাসিন্দা সোহানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছিল।
“ছেলেটা
বেকার ও ভবঘুরে। তিন বছর সংসার করার পর বনিবনা না হওয়ায় মেয়ের বিচ্ছেদ হয়।”
তারা
মেয়ের নতুন জায়গায় বিয়ে ঠিক করেছেন; আগামী ৬ মে বিয়ের দিন ঠিক করা হয়েছে বলে তিনি
জানান।
হামলার
বিবরণে তিনি বলেন, বিয়ের খবর পেয়ে মেয়ের সাবেক স্বামী সোহান তার মেয়ের ওপর হামলা চালিয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে বাড়ির বাইরে একা পেয়ে সোহান তার মেয়ের নাক, মুখ, হাতে কুপিয়ে
জখম করেন।
এ ঘটনায়
তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
নগরের বোয়ালিয়া
থানার ওসি মাজহারুল ইসলাম জানান, তারা ঘটনা জানতে পেরেছেন। আহত অবস্থায় ওই তরুণীকে
হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি পলাতক। মামলা করলে পুলিশ আইনি পদক্ষেপ নেবে।
মো. সোহান
(২৮) নগরের হেতেমখা এলাকার বাসিন্দা।